odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

টেনিসকে বিদায় জানাচ্ছেন ইসনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ August ২০২৩ ০০:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ August ২০২৩ ০০:৩১

সার্ভিসের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের তারকা জন ইসনার আসন্ন ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। এই ঘোষণা দিয়েছেন তিনি নিজেই। ২০১০ উইম্বলডন চ্যাম্পিয়নশিপে সবচেয়ে লম্বা সময় ধরে একটি ম্যাচ খেলার জন্য এখনো সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন ইসনার। ১৩ বছর আগের ওই ম্যাচটিতে ফ্রান্সের নিকোলাস মাহুতকে পরাজিত করতে ইসনার ১১ ঘণ্টা সময় নিয়েছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে ইসনার লিখেছেন, ‘১৭ বছরের বেশি সময় ধরে এটিপি ট্যুরে খেলার পর এখন সময় এসেছে পেশাদার টেনিসকে বিদায় জানানোর। আসন্ন  ইউএস ওপেন আমার ক্যারিয়ারের শেষ ইভেন্ট হতে যাচ্ছে। 

এই যাত্রাটা মোটেই সহজ ছিল না। এখন আমি পরিবারের সঙ্গে প্রতিটি সেকেন্ড কাটানোর জন্য মুখিয়ে আছি। 



আপনার মূল্যবান মতামত দিন: