ঢাকা | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

লিটনের ফর্ম নিয়ে মোটেও চিন্তুিত নন হাতুরাসিংহে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ১৮:৫৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ১৮:৫৬

গত বছর স্বপ্নের মতো কাটালেও চলতি বছরে সেই লিটন দাসকে আর পাওয়া যাচ্ছে না। ব্যাটিংয়ে সেই ধারাবাহিকতার অভাব। সম্প্রতি কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি এবং লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

গতকাল শনিবার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত এশিয়া কাপ পূর্ব সংবাদ সম্মেলনে লিটনের ফর্ম নিয়ে প্রশ্ন যায় হাতুরাসিংহের কাছে।

 
আমরা তাকে দেখতে চাই ভিন্ন ভূমিকায়, এশিয়া কাপ ও বিশ্বকাপে দেখতে চাই অনেক বড় ভূমিকায়। আশা করি, সে তা দেখাবে।’

লিটন নাকি নিজেও তার ব্যাটিং সমস্যা অনুধাবন করছেন। সমস্যাগুলো নিয়ে কাজ করছেন। তাই হাতুরাসিংহের বিশ্বাস, শিগগিরই গত বছরের মতো দারুণ ফর্মে ফিরবেন লিটন।



আপনার মূল্যবান মতামত দিন: