odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ September ২০২৩ ১৯:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ September ২০২৩ ১৯:৩৮

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৬টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে দেশে ফেরার কথা জানান ফখরুল নিজেই।

সুস্থ আছেন জানিয়ে ওইদিন মির্জা ফখরুল বলেছিলেন, গত কয়েক দিন চিকিৎসকের কাছে দৌড়ঝাঁপের মধ্যেই সময় কেটেছে। বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা ছিল, সেগুলো করিয়েছি। রিপোর্ট ও আল্লাহর রহমতে ভালো। তবে আমি যে ওষুধগুলো খেতাম সেখানে কিছু পরিবর্তন এসেছে। স্ত্রী রাহাত আরা বেগমও ভালো আছেন বলে জানান তিনি।

উল্লেখ্য চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট সস্ত্রীক সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। 



আপনার মূল্যবান মতামত দিন: