odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ September ২০২৩ ১৯:৩১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ September ২০২৩ ১৯:৩১

এশিয়া কাপে রবিবার বাংলাদেশের দাপুটে জয়ে বিপদে পড়ে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশের বিপক্ষে জিতে আফগানিস্তানের চেয়ে অবশ্য অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তবে বড় ব্যবধানে হারলে বিপদ হবে শ্রীলঙ্কারও।

আজ শ্রীলঙ্কা জিতলেই সুপার নিশ্চিত। এমনকি কম ব্যবধানে হারলেও সুপার ফোরে যাবে দাসুন শানাকারা। অপরদিকে বড় ব্যবধানে ম্যাচ জিতলেই কেবল সুপার ফোরে খেলার সুযোগ পাবে আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: