odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

মেসি মানেই কি মাইল পালক আর রেকর্ড ?

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ November ২০১৭ ১৩:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ November ২০১৭ ১৩:৪৭

অধিকারপত্র ডেক্সঃ-

গত মাসেই বার্সেলোনার মূলদলে অভিষেকের ১৩ (তের) বছর পূর্ণ হল লিওনেল মেসির। ২০০৪ সালে প্রথম ম্যাচ খেলতে নামা ১৭ বছরের কিশোর মেসি এরপর অনেক মাইলফলক ছুঁয়েছেন । শনিবার আরেকটি মাইল পালক যুক্ত হবে তার মুকুটে। সেভিয়ার বিপক্ষে বার্সার হয়ে ক্যারিয়ারের ৬০০ তম ম্যাচ খেলতে নামবেন তিনি।
এমন সময়ে লুইস সুয়ারেজ গোল খরায় ভুগছেন, উসমান ডেমবেলে ইনজুরির কারণে দলের বাইরে।মেসির এই মাইলফলকটি স্পর্শ করছেন যখন লা লিগায় বার্সেলোনা অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে। ১০ ম্যচে ৯ হার ও ১ ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ দল তারা। ১২ গোল নিয়ে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসি। বার্সায় তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু জাভি হার্নান্দেজ (৭৬৭) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৬৪২)। মেসির ৫৯৯ ম্যাচে ৫২৩ গোলের রেকর্ডের ধারেকাছেও নেই কেউ। লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও মেসি । এখন পর্যন্ত ৩৬০টি গোল করেছেন। অবসরে যাওয়ার আগে রেকর্ডটিকে কোথায় নিয়ে যাবেন এই ৩০ বছর বয়সী তা বোধহয় নিজেও জানেন না।
৬০০ তম ম্যাচটি ন্যু ক্যাম্পেই খেলবেন মেসি। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বার্সেলোনা মুখোমুখি হবে সেভিয়ার। লিগে অপরাজিত থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা চিন্তায়ই ফেলেছে দলটিকে। চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে। লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়টিও ছিল কষ্টসাধ্য।



আপনার মূল্যবান মতামত দিন: