odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

নেইমারকে নিয়ে বাড়ছে হতাশা, জয় বঞ্চিত আল হিলাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ September ২০২৩ ১২:১০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ September ২০২৩ ১২:১০

এএফসি চ্যাম্পিয়নস লিগে নাভবাহোরের বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে আল হিলাল। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উলটো একটি হলুদকার্ড দেখেছেন ব্রাজিলিয়ান এ তারকা।

বৃহস্পতিবার রাতে আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার।

অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল। 

অফফর্ম যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের এই তারকার। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরলেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না। 



আপনার মূল্যবান মতামত দিন: