odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

যদি স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে অর্জন করবেন : তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ September ২০২৩ ০৮:০১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ September ২০২৩ ০৮:০১

তামিম অধিনায়কত্ব ছাড়ার পর ৮ ম্যাচে মাত্র ৩ জয়, পরিত্যক্ত ১টি। এমন পরিসংখ্যামে সঙ্গে একাধিক ক্রিকেটারের ফর্মহীনতা ভাবনায় ফেলেছে। খোদ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্বপ্নে লাগাম দিতে বলেছেন।

তবে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল জানিয়েছেন, যদি স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে অর্জন করবেন।তামিম বলেন, ‘আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে।

কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন?’ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের উদাহরণ টেনে বাঁহাতি ওপেনার বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখব?’ 

বাংলাদেশ যে বিশ্বকাপে জিতে যাবে এমন ভাবনা নেই তামিমের। কিন্তু স্বপ্নকে তাড়া করলে অনেকদূর পৌঁছানো সম্ভব বলে মনে করেন তামিম।



আপনার মূল্যবান মতামত দিন: