odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত শতাধিক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৫:২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ September ২০২৩ ১৫:২২

ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ নিহত হয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় আরো ১৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।

আজ বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

ইরাকের নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক রয়টার্সকে বলেছেন, অগ্নিকাণ্ডে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশের রাষ্ট্রীয় মিডিয়া বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ এবং আহতের সংখ্যা ১৫০ জন।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে রয়টার্স বলছে, উদযাপনের সময় আতশবাজি জ্বালানো হয়। আতশবাজিতে বিয়ে অনুষ্ঠানস্থলে আগুন ছড়িয়ে পড়ে। ভবনেল ভেতর থেকে অনেকে বের হয়ে গেছে। আবার অনেক আটকে গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: