odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি : মাশরাফী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ September ২০২৩ ২১:২০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ September ২০২৩ ২১:২০

তামিম ইকবাল-সাকিব আল হাসানের পর এবার তামিমের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে কথা বলেছেন মাশরাফী বিন মুর্তজা। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে নানা প্রসঙ্গে মাশরাফী জানিয়েছেন, বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকে তামিমের সরে দাঁড়ানো উচিত হয়নি। তাঁর মতে, ‘আমার কাছে কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে।

বোর্ড তাদের দিল থেকে তামিমের অধিনায়কত্বের ব্যাপারে পরিস্কার বার্তা দিয়েছে। তারা মিডিয়ায়ও বলেছে বিশ্বকাপে তামিমের অধিনায়কত্ব নিয়ে তাদের সমস্যা নেই।

’চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরলেও তিনি অধিনায়কত্ব ছেড়ে দেন। 



আপনার মূল্যবান মতামত দিন: