odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

বিশ্বকাপে ভালো খেলবে সাকিবরা, আশা প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৫:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৫:১৩

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের। যেখানে পারফর্ম করতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম 'ভয়েস অব আমেরিকা'কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আশা করি যে বিশ্বকাপে আমরা ভালো খেলা দেখাতে পারব।

শেখ হাসিনা বলেন, ‘আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, অর্গানাইজারদের সঙ্গেও কথা বলেছি। আমি সবসময়ই খেয়াল রাখি। খেলাধুলার দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সবরকম সহযোগিতা করে থাকি।

ক্রিকেটারদের কাছে প্রধানমন্ত্রীর চাওয়া, ‘আমি তাদের বলব যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবে সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে- সেটাই আমি চাই।

’তিনি বলেন, ‘বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবথেকে ভালো। দেখা যাক, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সবসময়। 



আপনার মূল্যবান মতামত দিন: