odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

মেসিহীন মায়ামির প্লে-অফ স্বপ্নে ধাক্কা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২ October ২০২৩ ০৮:০৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২ October ২০২৩ ০৮:০৬

লিওনেল মেসিতে ভর করে মেজর লিগে নতুন স্বপ্নের ডানা মেলেছিল ইন্টার মায়ামির। টানা ম্যাচ জিতে দৃশ্যপট বদলে ফেলেছিল। কিন্তু মেসি চোটে পড়ায় হঠাৎ করেই ছন্দপতন মায়ামির।

সবশেষ তিন ম্যাচেই জয়হীন ক্লাবটি। হেরেছে একটিতে, ড্র করেছে বাকি দুই ম্যাচে। সেই সঙ্গে ফাইনাল সিরিজ প্লে-অফ খেলার স্বপ্নেও খেয়েছে ধাক্কা। ৩০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে মায়ামি। প্লে-অফ খেলতে হলে থাকতে হবে তালিকার নবম স্থানে।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচে চোটে পড়েন মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

অবশ্য তাঁর চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মায়ামি। তাঁকে নিয়ে অবশ্য ঝুঁকি নিতে চায়নি ক্লাব কর্তৃপক্ষ। যেকারণে ইউএস ওপেনের ফাইনালেও খেলতে পারেননি মেসি। এতে ফাইনাল হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছে ক্লাবটির।



আপনার মূল্যবান মতামত দিন: