odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

দক্ষতার অভাবে গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছে না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ October ২০২৩ ২১:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ October ২০২৩ ২১:২৮

উচ্চশিক্ষায় ভালো ফলাফল করেও শুধুমাত্র সফট স্কিলের অভাবে গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, চাকরি প্রত্যাশী আর চাকরিদাতাদের মধ্যে বিস্তর ফারাকের কথা আমরা বারবার শুনতে পাই। চাকরি প্রার্থীদের দাবি তারা চাকরি পাচ্ছেন না, চাকরি দাতারা বলছেন তারা যোগ্য লোক পাচ্ছেন না।

আজ মঙ্গলবার বেলা ৩টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘আমাদের ভালো গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছেন না, অথচ পাশের দেশের শিক্ষার্থী একটি সার্টিফিকেট কোর্স করে চাকরি পাচ্ছেন। এর মূল কারণ সফট স্কিলস, ক্রিটিক্যাল থিংকিং ও কোলাবরেশন স্কিল ঘাটতি। এসব কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছি, বিষয়ভিত্তিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ভাষা, আইসিটির দক্ষতা দিতে হবে ও এন্ট্রাপ্রেনারশিপ জানতে হবে। শিক্ষার্থীরা চাকরি না করে উদ্যোক্তা হতে পারে, কিন্তু সবার দক্ষতা থাকতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: