odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ October ২০২৩ ১০:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ October ২০২৩ ১০:৪৪

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়নি একাদশে। তার পরিবর্তে ফিরেছেন শেখ মেহেদী হাসান। ইংল্যান্ডের একাদশেও এসেছে এক পরিবর্তন। নিউজিল্যান্ড ম্যাচে খেলা অলরাউন্ডার মঈন আলীর বদলে একাদশে ফিরেছেন পেসার রিস টপলি।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: 

জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ক্রিস ওকস, স্যাম কারান, মার্ক উড ও রিস টপলি। 



আপনার মূল্যবান মতামত দিন: