odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির হানা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ October ২০২৩ ১৭:০৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ October ২০২৩ ১৭:০৩

বৃষ্টির জন্য ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। নতুন সময় অনুযায়ী ম্যাচের টস হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় দুপুর ২-৩০ মিনিটে। আর খেলা শুরু হওয়ার কথা স্থানীয় সময় ২-৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টায়)। তবে পরিবর্তিত সময়েও ম্যাচ শুরু হওয়া নিয়েও আছে প্রবল শঙ্কা।

গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে ধর্মশালায়। বৃষ্টি হচ্ছে আজও। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর ধরাশায়ী করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও।

অন্যদিকে নেদারল্যান্ডস এখনও কোনো ম্যাচ জিততে পারেনি। পাকিস্তান ও নিউজিল্যান্ডের দুই দলের কাছেই হেরেছে ডাচরা।



আপনার মূল্যবান মতামত দিন: