odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

বিশ্বকাপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ October ২০২৩ ২২:২৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ October ২০২৩ ২২:২৫

বিশ্বকাপে  উড়তে থাকা  ভারতের মুখোমুখি হচ্ছে  কাল বাংলাদেশ। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আসরের  চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারত-বাংলাদেশ  ম্যাচটি  শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফেভারিট ভারতই। কিন্তু সাম্প্রতিক সময়ে উপমহাদেশীয়  প্রতিদ্বন্দিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। কেননা দুই দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে আছে  বিশ্বকাপের আগ মুর্হূতে শ্রীলংকার মাটিতে এশিয়া কাপের একটি ম্যাচও। 

আগামীকালের ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার আশায় আছে বাংলাদেশ।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: