odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকে ফেভারিট বলছেন রমিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ October ২০২৩ ১৭:৪৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ October ২০২৩ ১৭:৪৮

বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচের দুটি জিতে দুটিতে হেরেছে পাকিস্তান। পঞ্চম ম্যাচে বাবর আজমদের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি হবে চেন্নাইয়ে। উইকেটে স্পিনের সাহায্য থাকলে সেক্ষেত্রে এই ম্যাচে আফগানিস্তানকে ফেভারিট হিসেবে দেখছেন রমিজ রাজা।

সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজের মনে করেন, পাকিস্তানের জন্য ম্যাচটি সহজ হবে না। তাঁর মতে, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে। 

রমিজের ভয়টা চেন্নাইয়ের উইকেট। উইকেট যদি স্পিনারদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেক্ষেত্রে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন সাবেক এই পিসিবি চেয়ারম্যান, ‘স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটারদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয়, তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’



আপনার মূল্যবান মতামত দিন: