odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ইইউতে আশ্রয় চেয়েছে ২২ হাজারেরও বেশি বাংলাদেশি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৮:৪৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৮:৪৬

চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও ইইউ প্লাসভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছে ২২ হাজার ৫৮৯ জন বাংলাদেশি। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম আট মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউ প্লাসভুক্ত বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কয়েক হাজার বেড়েছে। গত বছর এই সময়ে মোট ১৮ হাজার ১১০ জন বাংলাদেশি ইইউ ও ইইউ প্লাসভুক্ত বিভিন্ন দেশে আশ্রয় চেয়ে আবেদন করেছিল।

ওই হিসাবে চলতি বছর আশ্রয় আবেদনের এই সংখ্যা গত বছরের তুলনায় চার হাজার বেশি।এই বাংলাদেশিরা প্রথমবারের মতো জোটের কোনো দেশে আশ্রয় চেয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: