odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

অভিষেকে গিইউ’র গোল, বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৯:৪৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ October ২০২৩ ১৯:৪৬

অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে বল দখলে আধিপত্য বিস্তার করেও জাল কাঁপাতে পারছিল না বার্সেলোনা। শেষ দিকে তাদের কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন অভিষেকে বদলি হয়ে খেলতে নামা ১৭ বছর বয়সী মার্ক গিইউ। তরুণ এই ফরোয়ার্ডের গোলেই বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। গিইউ'র জয়সূচক গোলে লা লিগার এই শতাব্দিতে বার্সেলোনার হয়ে অভিষেকে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার কৃতত্বি দেখালেন তিনি।

চোটের কারণে এদিন ফ্রেঙ্কি ডি ইয়ং, পেদ্রি ও রবার্ট লেভান্ডোভস্কিদের দলে রাখেনি বার্সেলোনা। যদিও  জোয়াও ফেলিক্স, ফেরান তোরেস, ফারমিন লোপেজদের নিয়ে গড়া আক্রমণভাগ বিলবাও রক্ষণে চাপ তৈরি করতে পেরেছে। ম্যাচের ১০ মিনিটে ফেলিক্সের একটি শট বারে লেগে ফিরে আসে। দুবার তাকে গোলবঞ্চিত করেন বিলবাও গোলকিপার উনাই সিমোন।

জাভি হার্নান্দেজের দলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮০ মিনিট পর্যন্ত। সেখানে বদলি নেমে ব্যবধান গড়ে দেন গিইউ। তাতে এই শতাব্দীতে বার্সায় অভিষেকে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করার কীর্তি গড়েছেন তিনি। তার বয়স ১৭ বছর ২৯১ দিন।    

এই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থানের তেমন কোনো হেরফের হয়নি। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ২৫ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে এগিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিরোনা।



আপনার মূল্যবান মতামত দিন: