odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম মিসরীয় যুবক

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৬:০৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৬:০৯

কাতারে আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দ্বিতীয় বারের অনুষ্ঠিত ‘আওয়াল আল-আওয়াইল’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মিসরের মোহাম্মদ সাদ আবদুল জলিল। গত রবিবার চূড়ান্ত বিজয়ীদের সম্মাননা সনদ তুলে দেন আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রী গানিম বিন শাহিন আল-গানিম।

গত ১২ দিন ধরে শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিশ্বের ২৬টি দেশ থেকে ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় ৪০ জন অংশ নেন, যাদের মধ্যে ১০ জন উত্তীর্ণ হন। এর আগে ২০১৬ সালে প্রতিযোগিতাটি প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল।

প্রথম স্থান অর্জনকারী সাদ আবদুল জলিল ২০১৯ সালে মিসরের পোর্ট সাইদ কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। ২৭ বছর বয়সী এই তরুণ বর্তমানে উলুমুল কোরআন ও কিরাত বিষয়ে পড়াশোনা করছেন। কোরআনের ১০টি কিরাতে দক্ষতা অর্জনে সবার কাছে দোয়া চান তিনি।

সূত্র : দ্য পেনিনসুলা কাতার



আপনার মূল্যবান মতামত দিন: