odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেনা নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৬:৩৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৬:৩৩

বিশ্বকাপের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে  নিউজিল্যান্ড। মূল সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচও খেলার কথা। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি বাতিল হচ্ছে।

আগামী ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচটি বাতিল হলেও পূর্বঘোষিত সূচি অনুযায়ীই বাংলাদেশে আসার কথা তাদের। ২১ নভেম্বর নিউজিল্যান্ড দল ঢাকায় পা রাখবে।

বিসিবির কাছে প্রস্তুতি ম্যাচ বাদ দেওয়ার অনুরোধ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। মূলত তাদের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হওয়ার কারণে এই ম্যাচটি খেলতে চাচ্ছে না সফরকারীরা।

কিউইদের এমন আবদারে সম্মতি জানিয়েছে বিসিবিও। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।



আপনার মূল্যবান মতামত দিন: