odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

জ্বালানিপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ November ২০২৩ ১২:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ November ২০২৩ ১২:২৭

জ্বালানিপণ্য রপ্তানিতে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া। গত শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে গত ২১ সেপ্টেম্বর তারা এই নিষেধাজ্ঞা আরোপ করে। 

দেশটির জ্বালানিমন্ত্রী বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর থেকে পেট্রল ও ডিজেল রপ্তানির ওপর আরোপিত সাময়িক নিষেধাজ্ঞা থাকছে না।

দেশটি সাময়িকভাবে পেট্রল ও ডিজেল রপ্তানি সীমিত করেছিল অভ্যন্তরীণ বাজারে ঘাটতির কারণে। 

মন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল হওয়ায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। গত দুই মাসে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পরিশোধন করা হয়েছে। ফলে অভ্যন্তরীণ বাজারের প্রাপ্যতা যথাযথভাবে নিশ্চিত হয়েছে।

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: