odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ November ২০২৩ ২২:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ November ২০২৩ ২২:৫০

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি এ ঘোষণা দেন।

অবসরের ঘোষণা দিয়ে ইমাদ ওয়াসিম বলেন, টি-২০ ও ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল, যা পূরণ হয়েছে। নতুন নেতৃত্ব এবং কোচের সাথে পাকিস্তান ক্রিকেটে এটি একটি ভালো সময়ের শুরু।

তিনি আরো বলেন, ইদানিং আমি আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভাবছিলাম। ভাবার পর আমি এটি উপলব্ধি করতে পারছি যে এটাই আমার অবসরে যাওয়ার উপযুক্ত সময়।

ইমাদ বলেন, আমাকে সাপোর্ট করার জন্য পিসিবি ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার জন্য আমার শুভকামনা রইল। আমি নিজেকে এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে আগামীর দিকে ফোকাস করতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন: