odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৯ November ২০২৩ ১২:০৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৯ November ২০২৩ ১২:০৩

টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের দেখা পেয়েছে। গতরাতে ঘরের মাঠে পোর্তোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি এর্নান্দেসের দল। তাতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত কাতালানদের। অপেক্ষায় পের্তো।

অন্য ম্যাচে রয়্যাল অ্যান্টওয়ার্পকে হারিয়ে শাখতার দোনেৎস্কের পয়েন্ট পোর্তোর সমান ৯। শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে তাদের। শেষ ম্যাচে বার্সা হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই খেলবে নকআউটে। 



আপনার মূল্যবান মতামত দিন: