odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

রাশিয়া ও বেলারুশ থেকে গ্যাস নির্ভরতা কমাতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ December ২০২৩ ১৭:১১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ December ২০২৩ ১৭:১১

সদস্য দেশগুলোর হাতে রাশিয়া থেকে গ্যাস আমাদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। এ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।

মূলত রাশিয়া ও বেলারুশ থেকে গ্যাসের ওপর নির্ভরতা কমাতে দেশগুলোকে এককভাবে কাজ করার স্বাধীনতা দিতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ইইউ। ইইউর সদস্য দেশগুলো এই ক্ষমতা পাইপলাইন ও টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা রুশ কম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে পারবে। 

ইউরোপীয় কাউন্সিল এবং পার্লামেন্ট নতুন এই নিয়মে সম্মত হয়েছে। যার ফলে রাশিয়া এবং বেলারুশ থেকে জ্বালানি আমদানি চালিয়ে যাওয়া কম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইইউর সদস্য দেশগুলো অনুমতি পাবে।

ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর থেকেই ওই কম্পানিগুলো গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান আমদানি টার্মিনাল ও পাইপলাইন ব্যবহার করে রাশিয়ান গ্যাস আমদানি অব্যাহত রেখেছে।

আগামী বছরের কোনো এক সময় ইইউ পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাবে ভোটাভুটি করবনে।

সূত্র: দ্য গার্ডিয়ান



আপনার মূল্যবান মতামত দিন: