odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

দুই ম্যাচের নিষেধাজ্ঞা পড়লেন সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ December ২০২৩ ১৯:৫৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ December ২০২৩ ১৯:৫৮

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজের বাকি দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে। রান নিতে গিয়ে দৌড়ানোর সময় বোলার জশ লিটলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রাজা। এসময় জিম্বাবুয়ে অধিনায়কের সঙ্গে তর্ক হয় আরেক আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফারেরও। পরিস্থিতি খারাপ হতে শুরু করলে আম্পায়ার তাদের থামিয়ে দেয়ার চেষ্টা করেন। তবে আম্পায়ারের কথা না শুনেও তর্ক চালিয়ে যান রাজা।

এই ঘটনায় রাজাকে দুই ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই নিয়ে গত ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট পেলেন এই ক্রিকেটার। ফলে নিয়মানুযায়ী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এছাড়া ম্যাচ ফি'র ৫০ শতাংশ অর্থও জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে। 



আপনার মূল্যবান মতামত দিন: