odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ December ২০২৩ ১৫:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ December ২০২৩ ১৫:৪৪

নভেম্বরের মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন নাহিদা।

নাহিদা পেছনে ফেলেছেন তাঁর সতীর্থ ফারজানা হক ও পাকিস্তান স্পিনার সাদিয়া ইকবালকে। পুরস্কার জিতে আপ্লূত নাহিদা আইসিসিকে জানিয়েছেন, 'এটা দারুণ মুহূর্ত।

বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনায় আইসিসির মাসসেরার পুরস্কারের এই স্বীকৃতি আমার জন্য ভবিষ্যতে অনুপ্রেরণার খোরাক হবে। গত কয়েক মাসে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দলের সাফল্য অবদান রাখতে পেরে আমার ভালো লাগছে। আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি অধিনায়ক, কোচিং স্টাফ এবং সতীর্থদের ধন্যবাদ দিতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন: