ঢাকা | মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জয়পুরহাটে মধ্যরাতে চলন্ত ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৪

জয়পুরহাটে ‘উত্তরা এক্সপ্রেস' মেইলের চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে জয়পুরহাট স্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাষ্টার রেজাউল ইসলাম জানান, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছে। আগুনে তেমন ক্ষতি হয়নি। কয়েকটি সিট পুড়ে গেছে। পড়ে স্টেশন ও ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে দ্রুত আগুন নেভানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী 'উত্তরা এক্সপ্রেস' মেইল ট্রেন জয়পুরহাট স্টেশন পৌঁছামাত্র একটি বগিতে আগুন দেখেন প্লাটফর্মে থাকা যাত্রীরা। পরে যাত্রীরাই আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে জয়পুরহাট স্টেশনে ঢোকার আগ মুহুর্তে ট্রেনের ওই বগিটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব। 



আপনার মূল্যবান মতামত দিন: