odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ January ২০২৪ ১৯:৪৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ January ২০২৪ ১৯:৪৯

২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।

এ ছাড়া ওয়ানডেতে ভারতের বিরাট কোহলি এবং টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বর্ষসেরা ক্রিকেটারের গ্যারি সোবার্স ট্রফি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় কামিন্সের সঙ্গে ছিলেন আরও তিনজন। ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং স্বদেশি ট্রাভিস হেডকে টপকে যাওয়া কামিন্স ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ২৪টি ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট এবং ব্যাট হাতে ৪২২ রান করেন।

তাছাড়া ২০২৩ সালের জুনে তাঁর নেতৃত্বে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে অস্ট্রেলিয়া। বছরের শেষ দিকে তাঁরই নেতৃত্বে আহমেদাবাদে ভারতকে হারিয়ে জেতে ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপও। মাঝে ইংল্যান্ডের মাটিতে সিরিজ ২-২ সমতা রেখে অ্যাশেজও ধরে রাখে অস্ট্রেলিয়া।



আপনার মূল্যবান মতামত দিন: