odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা, ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ March ২০২৪ ১৮:০২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ March ২০২৪ ১৮:০২

সিলেট টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। জয়ে ফিরতে এবার লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। এতে এক বছর পর টেস্ট খেলতে নামবেন সাকিব। গত বছরের এপ্রিলে শেষবার সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। তাকে জায়গা করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এ সিরিজেই প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার। গোড়ালিতে চোট পাওয়া পেসার মুশফিক হাসানের পরিবর্তে দলে ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকে। 

বাংলাদেশ দল 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাৎ হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন: