odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

তিন দিনে দুই হ্যাটট্রিক করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ April ২০২৪ ১৭:৫৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ April ২০২৪ ১৭:৫৯

গত শনিবার রাতে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে আল নাসরকে জিতিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রাতে ফের হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ তারকা। গোল উৎসব করে তার দল আবহাকে হারিয়েছে ৮-০ গোলে।

আবহার বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৬৫তম হ্যাটট্রিক। আর ৩০ বছর পার করার পর ৩৫তম।

তিন দিনে দুই হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদো লিখেছেন, 'আমি হাল ছাড়ছি না। 'সবমিলিয়ে দারুণ ফর্মেই আছেন রোনালদো। প্রো লিগে ২৯ গোল নিয়ে সবার ওপরে আছেন তিনি। আল নাসর ২৬ ম্যাচ ৬২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।



আপনার মূল্যবান মতামত দিন: