odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৭ April ২০২৪ ২০:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৭ April ২০২৪ ২০:৫৮

২৭ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় মানুষের জনজীবন ওষ্ঠাগত। বিগত ১৪ দিন ধরে জেলায় মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে ৭ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

আজ শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। তীব্র তাপ্রবাহের কারণে প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। হাসপাতালে ডায়রিয়াসহ বিভিন্ন রোগীর চাপ অস্বাভাবিকহারে বেড়ে গেছে।

এদিকে গতকাল (বৃহস্পতিবার) থেকে আবারও নতুন করে ৭২ ঘন্টা হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

সূত্র: বাসস



আপনার মূল্যবান মতামত দিন: