odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফোডেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ May ২০২৪ ১৮:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ May ২০২৪ ১৮:৪৭

৪ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ইংলিশ ফুটবল রাইটার্স এসোসিয়েশনের ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন। একই ক্লাবের খাদিজা শ’ নারী বিভাগের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন।

ইংল্যান্ডের এ্যাটাকিং মিডফিল্ডার ফোডেন গত চার বছরের সিটির তৃতীয় খেলোয়াড় হিসেবে ফুটবলের সবচেয়ে পুরনো এই ব্যক্তিগত এ্যাওয়ার্ড জয় করলেন। এর আগে ২০২১ সালে সিটির রুবেন ডিয়াস ও গত বছর আর্লিং হালান্ড এই পুরস্কার জয়  করেছিলেন।

২৩ বছর বয়সী ফোডেন ৪২ শতাংশ ভোট পেয়ে আর্সেনালের ডিক্লান রাইস ও তার সতীর্থ রড্রিকে পিছনে ফেলেছেন। এফডব্লিউএ’র প্রায় ৯০০ সদদ্যের ভোটে এই পুরস্কার বাছাই করা হয়।

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: