odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

এলপিএলে ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ May ২০২৪ ২২:১১

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ May ২০২৪ ২২:১১

আগামী লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে ডাম্বুলা থান্ডার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাম্বুলা থান্ডার্স বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে এলপিএলের আগামী আসরফাইনাল ২১ জুলাই। এই টুর্নামেন্টের জন্য ৫০০ বিদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন।

তবে ড্রাফটের আগেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। গত আসরের রানার্স আপ ডাম্বুলা অরা পরিবর্তন হয়ে এবার ডাম্বুলা থান্ডার্স নামে খেলবে। । 



আপনার মূল্যবান মতামত দিন: