odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ May ২০২৪ ২১:৫৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ May ২০২৪ ২১:৫৭

আবারও সাকিব আল হাসানের গায়ে উঠতে যাচ্ছে বেগুনি রঙের জার্সি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সকে দুটি শিরোপা জেতানো এই অলরাউন্ডার আবারও খেলবেন নাইট রাইডার্সের হয়ে। তবে আইপিএলে নয়। সাকিব নাইট রাইডার্সের জার্সিতে ফিরছেন মেজর লিগ ক্রিকেট দিয়ে, যেখানে তাকে দলভুক্ত করেছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। ইংরেজির পাশাপাশি বাংলা ক্যাপশনে সাকিবকে আমন্ত্রণ জানিয়ে শোরগোল ফেলে দিয়েছে তারা।

সাকিবকে দলে স্বাগতম জানিয়ে দলটি লিখেছে, 'ইন্টারন্যাশনাল সাইনিং এলার্ট। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে অনুস্থিত হতে যাওয়া ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। এরপর বাংলায় লেখা হয়েছে, শীঘ্রই দেখা হচ্ছে।'



আপনার মূল্যবান মতামত দিন: