odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ June ২০২৪ ১৭:০৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ June ২০২৪ ১৭:০৯

ডেনমার্ককে হারিয়ে করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি। কেই হাভার্টজের পেনাল্টি ও জামাল মুসিয়ালার দুর্দান্ত এক গোলে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে জার্মানি।

ডর্টমুন্ডের অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে প্রচণ্ড বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ ছিল।দ্বিতীয়ার্ধের শুরুতে হাভার্টজ স্পট কিক থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন। জোয়াকিম অ্যান্ডারসনের হ্যান্ডবলে জার্মানরা পেনাল্টি উপহার পায়। ড্যানিশ এই ডিফেন্ডার এর কিছুক্ষণ আগেই এক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। 

এরপর বায়ার্ন মিউনিখের মুসিয়ালা ৬৮ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করার পাশাপাশি জার্মানিকে শেষ আটের টিকেট উপহার দেন। ম্যাচ শেষে জার্মান কোচ নাগলসম্যান বলেছেন, ‘দিনের শেষে এই ম্যাচটা ছিল চরম নাটকীয়তায় ভরা। আমরা প্রতিকূলতার বিপক্ষে লড়াই করে জিতেছি।’



আপনার মূল্যবান মতামত দিন: