odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে ব্রাজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ July ২০২৪ ১৫:৪৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭ July ২০২৪ ১৫:৪৫

৭ জুলাই ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : পেনাল্টিতে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। লাস ভেগাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র ছিল। আগামী বুধবার নর্থ ক্যারোলিনায় সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।

রোববার আরিজোনায় অনুষ্ঠিত দিনের আরেক কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৫-০ গোলে পানামাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে টিকেট পেয়েছেন কলম্বিয়া। এনিয়ে টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকলো কলম্বিয়া।

মঙ্গলবার নিউ জার্সির আরেক সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কোপা আমেরিকায় প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া সারপ্রাইজ প্যাকেজ কানাডার।



আপনার মূল্যবান মতামত দিন: