odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

হোম অব ক্রিকেট পরিদর্শনে ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ August ২০২৪ ১৮:৪৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ August ২০২৪ ১৮:৪৭

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিসিবির অবকাঠামোগত সুবিধাদি পরিদর্শনে সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাকে সঙ্গ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

সকাল থেকেই ভিড় জমে যায় মিরপুর স্টেডিয়ামের সামনে। সেই ভিড় ঠেলে বেলা ১২টার পর বিসিবিতে আসেন তামিম। পরে দুপুর ১টার কাছাকাছি সময়ে বিসিবি প্রাঙ্গনে প্রবেশ করেন আসিফ।

বিসিবি কার্যালয়ে কিছু সময় কাটানোর পর তামিমসহ বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি, নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশারকে নিয়ে মাঠে নেমে আসেন ক্রীড়া উপদেষ্টা। এসময় গ্যালারিসহ মাঠের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখান তামিম।



আপনার মূল্যবান মতামত দিন: