odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

কলোরাডো সোনার খনিতে একজনের মৃত্যু, ২৩ জন উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১১ October ২০২৪ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১১ October ২০২৪ ২৩:৫৮

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে একটি অব্যবহৃত কলোরাডো সোনার খনিতে ভ্রমণের সময় বৃহস্পতিবার লিফটের ত্রুটির কারণে একজনের মৃত্যু হয়েছে এবং অপর ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় ১২ জন লোক কয়েক ঘন্টা ধরে খনিতে আটকে ছিল।লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি জানায়,যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য কলোরাডোর ‘মলি ক্যাথলিন গোল্ড মাইন ট্যুর’ খনিতে ভ্রমণকালে পর্যটকদের ১,০০০ ফুট ভূগর্ভে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।টেলার কাউন্টি শেরিফের কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দুর্ঘটনার সময় দুই শিশুসহ ১১ জনের একটি দল লিফটে ছিল। ত্রুটির ফলে একজনের মৃত্যু হয়েছে ও চারজন সামান্য আহত হয়েছে।কাউন্টি  শেরিফ  জেসন মাইকেসেল এর আগে একটি সংবাদ সম্মেলনে বলেন, ১১ জন ত্রুটিযুক্ত একটি লিফটে আরোহন করেন। ট্যুর গ্রুপ ও একজন খনি কর্মচারী প্রায় ছয় ঘণ্টা মাটির নিচে আটকে ছিলেন।

গভর্নর জ্যারেড পলিস বৃহস্পতিবার গভীর রাতে এক্স-এ একটি পোস্টে বলেছেন, খনির নীচে একটি টানেলে আটকা পড়া অতিরিক্ত ১২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ওয়েবসাইটের এক বার্তায় সাম্প্রতিক ঘটনাটিকে ‘দুঃখজনক’  অভিহিত করা হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত  ‘মলি ক্যাথলিন  গোল্ড মাইন ট্যুর’ বন্ধ ঘোষণা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: