odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

সিনওয়ার হত্যার পর 'প্রতিরোধের মনোভাব জোরদার হবে': ইরান

odhikarpatra | প্রকাশিত: ১৮ October ২০২৪ ১৬:৫২

odhikarpatra
প্রকাশিত: ১৮ October ২০২৪ ১৬:৫২

ইসরাইল হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে বলে নিশ্চত খবর দেওয়ার পর জাতিসঘে ইরানের মিশন বৃহস্পতিবার বলেছে, ইয়াহিয়া সিনওয়ারের হত্যাকাণ্ড এই অঞ্চলে 'প্রতিরোধ' জোরদার করার দিকে নিয়ে যাবে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, মিশন এক্স-এর একটি পোস্টে বলেছে, 'প্রতিরোধের চেতনাকে জেরালো করা হবে। তিনি যুবক ও শিশুদের জন্য একটি মডেল হয়ে উঠবেন যারা ফিলিস্তিনের মুক্তির দিকে তার পথকে এগিয়ে নিয়ে যাবে।'

তিনি আরো বলেন, 'যতদিন দখলদারিতৃব ও আগ্রাসন থাকবে, প্রতিরোধ টিকে থাকবে। কেননা শহিদরা অমর এবং অনুপ্রেরণার উৎস।



আপনার মূল্যবান মতামত দিন: