odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাংলাদেশে ধরা পড়ল মার্কিন ড্রোন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ January ২০১৮ ১৮:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ January ২০১৮ ১৮:৪৪

আমাদের অধিকারপত্র ডটকমঃ যুক্তরাষ্ট্রের এক নাগরিকের কাছ থেকে উলর ব্র্যান্ডের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ড্রোন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার রাতে এটি জব্দ করলেও ড্রোনের মালিক মার্ক রুমাম কুটরোবস্কিকে (পাসপোর্ট নং-৫১০৫২৭৩৯০)  ছেড়ে দিয়েছে শুল্ক গোয়েন্দারা।   ।

জানা যায় মার্ক রুমাম  গত ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজ দিয়ে বাংলাদেশে এসেছিলেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, মার্ক রুমাম বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করার ড্রোনটি ব্যবহার করেছে  স্বীকার করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: