odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

২০২৫ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা

odhikarpatra | প্রকাশিত: ৫ December ২০২৪ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৫ December ২০২৪ ২৩:৫৯

২০২৫ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ যুব  হকি দলকে সংবর্ধনা  দিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি  এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।  

‘মেন্স জুনিয়র এশিয়া কাপ ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ যুব হকি দল নিজেদের ৫ম ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে এবং ৬ষ্ঠ ম্যাচে চীনকে ৬-৩ গোলে পরাজিত করে  টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১০টি দেশের মধ্যে ৫ম স্থান অধিকার করে এবং প্রথমবারের মতো যুব বিশ্বকাপ ২০২৫ এ খেলার যোগ্যতা অর্জন করে। 

এ অবিস্মরণীয় অর্জন উপলক্ষে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে আজ বৃহস্পতিবার জাতীয় যুব হকি দলকে উষ্ণ সংবর্ধনা জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, হকি ফেডারেশনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

এর আগে জাতীয় যুব হকি দল দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফেডারেশনের সহ-সভাপতিগণ, সাধারণ সম্পাদক, হকি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও দেশের হকি অনুরাগী ব্যক্তিবর্গ ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেন



আপনার মূল্যবান মতামত দিন: