odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বিআরটি করিডোরে আগামীকাল বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন

odhikarpatra | প্রকাশিত: ১৪ December ২০২৪ ২২:৪৯

odhikarpatra
প্রকাশিত: ১৪ December ২০২৪ ২২:৪৯

ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরে বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হবে আগামীকাল রোববার।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি)র পরিচালনায় গাজীপুর শিববাড়ি বিআরটি লেনে বিআরটিসি এই এসি বাস উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত চলাচল করবে।

গাজীপুরের শিববাড়ি থেকে ২০ দশমিক ৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে বিআরটিসি এসি বাস।

শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

যাত্রী চাহিদা এবং স্টেশনসমূহ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বৃদ্ধি করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: