odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বিজয় দিবসে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে সম্প্রীতি সাক্ষাৎ

odhikarpatra | প্রকাশিত: ১৬ December ২০২৪ ১৮:৫০

odhikarpatra
প্রকাশিত: ১৬ December ২০২৪ ১৮:৫০

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনের অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে এক সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

আজ সোমবার আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উভয় দেশের সেনা কর্মকর্তাগণ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, রক্তের বন্ধনে গড়ে ওঠা দু’দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধনকে স্মরণ করেন। এই সম্পর্ক ন্যায় বিচার, স্বাধীনতা ও সমতার চেতনার উপর প্রতিষ্টিত বলে উভয়পক্ষ তাদের অভিমত পুনর্ব্যক্ত করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ এ কথা জানিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার- কুমিল্লা, মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ হতে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে ৩ জন স্টাফ অফিসার এবং ১ জন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ভারতীয় সেনাবাহিনীর ৩ জন অফিসার এবং অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন। 

উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাতের সময় মিষ্টি ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন। ১৮ মিনিট স্থায়ী সৌজন্য সাক্ষাতটি সকাল ১১টা ৪৮ মিনিটে শেষ হয়। অনুষ্ঠান চলাকালে উভয় পক্ষ ৭১ এর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর অংশীদারিত্ব ও আত্নত্যাগের কথাও স্মরণ করেন। 

উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বর, পহেলা বৈশাখ এর মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন: