odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ২৩:৪২

ঢাকা বিশ্ববিদল্যায়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

তাকে দুই দিনের রিমান্ড শেষে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তাকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাকে কারাগারে পাঠান।

১৫ ডিসেম্বর রাজধানী থেকে রিভাকে গ্রেফতার করা হয়। পরদিন ১৬ ডিসেম্বর এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে মোট ৩৯১ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: