odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে : জোনায়েদ সাকি

odhikarpatra | প্রকাশিত: ২৭ December ২০২৪ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৭ December ২০২৪ ২৩:৪৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারই হবে এই রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার। একাত্তরের  আকাঙ্খা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, চব্বিশে তা হতে দেয়া হবে না।

আজ শুক্রবার কুমিল্লা টাউন হল মিয়লনায়তনে গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে অনুষ্ঠিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, শহিদদের রক্তের ঋণই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সত্যিকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বদল ঘটানো সম্ভব। গণসংহতি আন্দোলন সে কারণেই দেশব্যাপি গণসংলাপের আযোজন করে জনগণের মতামত গ্রহণ করছে। শিক্ষা, স্বাস্থ্যে সর্বাধিক মনযোগ দিয়ে সুস্থ দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষ্যের দিতে এগোবে। আর এরকম দেশ গড়ে তোলার জন্য সাংবিধানিক, রাজনৈতিক, বিচার বিভাগীয় সংস্কার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই হতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অগ্রাধিকার। 

সংলাপে আরও বক্তব্য রাখেন সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সদস্য রতন তালুকদার, কুমিল্লা বিএনপির মহানগর আহ্বাযক উদবাতুল বারী আবু, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দীন আহমদ, ভাসানী অনুসারী পরিষদের জেলা সহ-সভাপতি মোতাহার হোসের বাবুল, বিশিষ্ট সাংবাদিক সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা জজ কোটের এ্যাডভোকেট আরিয়া ইমাম, বিশিষ্ট ব্যবসায়ী খসরু আহাম্মেদ, সংগঠনের কুমিল্লা মহানগর, জেলা ও থানার নেতৃবৃন্দ। 

জেলা সদস্য সচিব মুহাম্মদ হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আহ্বায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।



আপনার মূল্যবান মতামত দিন: