odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

প্রকট শীতের হাত থেকে বেওয়ারিশ কুকুরদের রক্ষা করতে ফুটপাতে ভ্রাম্যমাণ আশ্রয় আবাসন স্থাপন।

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৫ ১৭:১৬

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৫ ১৭:১৬

পাবনার কাশিনাথপুরের ফাতেমা সিন্ডিকেটের উদ্যোগে এবং বিডি এভারগ্রীনের সহযোগীতায় ফুটপাতের বেওয়ারিশ কুকুরদের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীত থেকে রক্ষা করতে বেওয়ারিশ কুকুরদের জন্য ভ্রাম্যমান আশ্র আবাসন স্থাপনের মত এমন মহতি কাজের প্রতি ভালোবাসা প্রসারিত করতে উক্ত কাজের শুভউদ্বোধনের জন্য ঢাকা থেকে পাবনায় আসেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। 

সমাজসেবা অধিদপ্তর সবসময় সমাজের অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে পাবনা বেড়া উপজেলার কাশিনাথপুর ফুলবাগানের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরদের জন্য নির্মিত ভ্রাম্যমাণ আশ্রয় আবাসনের শুভউদ্বোধনের সময় এমন মন্তব্য করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

কুকুরের প্রতি এমন ভালোবাসার বিষয়ে জানতে চাইলে ফাতেমা সিন্ডিকেটের স্বত্বাধিকারী কাশিনাথপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিকুল আলম খান টিটুল বলেন,আমরা সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে আসছি।মানুষের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পশু পাখির জন্যও আমাদের কিছু করা উচিত, তীব্র শীতে পশুপাখিরাও যে কষ্ট পায় এটা হয়তো অনেকেই বুঝে না।
সেই ভাবনা থেকেই তেওয়ার কুকুরদের জন্য কাশিনাথপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আশ্রয় আবাসন স্থাপ করেছি।
এমন মহতী উদ্যোগ নেওয়ায় সুশীল সমাজের প্রশংসায় ভাসছেন ফাতেমা সিন্ডিকেট ও বিডি এভারগ্রীন।

 

পাবনা থেকে শরিফুল ইসলাম



আপনার মূল্যবান মতামত দিন: