odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

ইবিতে শুরু হতে যাচ্ছে ব্যতিক্রমী বিজ্ঞান উৎসব ইবি প্রতিনিধি

odhikarpatra | প্রকাশিত: ১১ February ২০২৫ ১৯:০৭

odhikarpatra
প্রকাশিত: ১১ February ২০২৫ ১৯:০৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজ্ঞান উৎসব-২০২৫’। এতে পুরস্কার হিসেবে লক্ষাধিক টাকা ব্যয় করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রশিবির ইবি শাখা সূত্রে জানা যায় আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী এ বিজ্ঞান উৎসব।

চারটি ক্যাটাগরিতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। এগুলো হলো প্রজেক্ট প্রদর্শনী, প্রোগ্রামিং কনটেস্ট, বিজ্ঞান অলিম্পিয়াড এবং রুবিক্স কিউব।

এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য সার্টিফিকেট ও বিশেষ উপহারের ব্যবস্থা রেখেছে সংগঠনটি। আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিজ্ঞান মেলায় রেজিষ্ট্রেশন চলবে।

বিজ্ঞান মেলা সম্পর্কে জিজ্ঞেস করলে এক শিক্ষার্থী জানান, ছাত্রশিবিরের এই ভিন্নধর্মী উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশাকরি ইতিপূর্বে জাতীয়ভাবে ছাত্রশিবির যে বিজ্ঞানমেলার আয়োজন করেছিল তার ছোঁয়া আমরা ইবিতেও পাবো। এ ভিন্নধর্মী আয়োজন শুধু ছাত্রশিবির নয়,ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের কাছ থেকেই ছাত্রসমাজের কল্যাণে এধরণের আয়োজন আশা করি।

এ বিষয়ে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ ও বিজ্ঞানের অগ্রযাত্রার এই সময়ে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করতে বিজ্ঞান চর্চা ও বিকাশ অবিকল্প শক্তি। বিশ্বে উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞানী তৈরী ও ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহ যোগাতে আমাদের এ ব্যতিক্রমী ও অনন্য আয়োজন। বাংলাদেশ হবে বিশ্বের অনবদ্য বিজ্ঞান নগরী। বিজ্ঞানের অগ্রযাত্রা শাণিত হবে এই প্রজন্মের হাত ধরে। আমরা মনে করি, ধর্মীয় অনুশাসন ও বিজ্ঞানের মধ্যে কোনো সংঘাত তো নেই-ই বরং ধর্মই বিজ্ঞানের পথচলার রাজপথ নির্মাণ করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: