odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বাজেট ‘কাটছাঁট না হলে যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে পড়বে’: ইলন মাস্ক

odhikarpatra | প্রকাশিত: ১৩ February ২০২৫ ০০:০৫

odhikarpatra
প্রকাশিত: ১৩ February ২০২৫ ০০:০৫

মার্কিন ফেডারেল ব্যয় সংকোচনের দায়িত্বে নিয়োজিত বিশ্বের শীর্ষে ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মঙ্গলবার সতর্ক করে বলেছেন যে বাজেট কাটছাঁট না হলে যুক্তরাষ্ট্র ‘দেউলিয়া’ হয়ে পড়বে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নবগঠিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডগে)'র নেতৃত্ব পাওয়া ইলন মাস্ক হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, ‘ওয়াশিংটনের জন্য ব্যয় সংকোচন করা ঐচ্ছিক নয়, অপরিহার্য।’

সম্প্রতি ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় কমাতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছে, তবে এসব পদক্ষেপের আইনগত বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতগুলোর সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। ফেডারেল বিচারকরা এই ব্যয় সংকোচন নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন।

ট্রাম্পের ব্যাপক ব্যয় হ্রাস পরিকল্পনার ফলে বেশ কিছু সরকারি সংস্থা কার্যত বন্ধ হয়ে গেছে এবং বহু কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ ঠেকাতে দেশজুড়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যেখানে বিরোধীরা অভিযোগ করছে যে এটি ‘অবৈধ ক্ষমতা দখলের’ চেষ্টা।

এদিকে, মাস্কের নেতৃত্বাধীন টিম ইতোমধ্যেই বিভিন্ন সরকারি সংস্থার ব্যয় হ্রাস কার্যক্রম শুরু করেছে। সহায়তা কর্মসূচি স্থগিত করার এবং কর্মী সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্রাম্পের জারি করা এক নির্বাহী আদেশ অনুযায়ী—ফেডারেল কর্মী সংখ্যা কমানো হবে: এখন থেকে চারজন কর্মী অবসরে গেলে বা চাকরি ছাড়লে কেবল একজন নতুন কর্মী নিয়োগ দেওয়া যাবে।

নিয়োগে ডগে'র পরামর্শ বাধ্যতামূলক: প্রতিটি সরকারি সংস্থাকে নতুন নিয়োগের আগে ডগে'র সঙ্গে পরামর্শ করতে হবে।

সমালোচকদের দাবি, মাস্কের ভূমিকা বিতর্কিত, কারণ তার কোম্পানি স্পেসএক্স ও টেসলা বিশাল অঙ্কের সরকারি চুক্তি পেয়েছে, যা স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে।

এ নিয়ে প্রশ্ন করা হলে মাস্ক বলেন, ‘আমেরিকানরা বড় ধরনের সরকারি সংস্কারের পক্ষে ভোট দিয়েছে’, যা ট্রাম্প তার নির্বাচনী প্রচারে তুলে ধরেছিলেন।

এদিকে, ডগে টিমের হাতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে সংবেদনশীল আর্থিক তথ্যের প্রবেশাধিকার রয়েছে, যা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: