odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

odhikarpatra | প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৯

odhikarpatra
প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৯


দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দু'টায় ঘোড়াঘাট থানার ওসি পরিদর্শক মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২ টায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী ৭০ বছর বয়সের বৃদ্ধ আব্দুল বাকী গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আব্দুল বাকী ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের বাসিন্দা।

ওসি জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেন। পরে পুলিশে এসে তাকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবারের আপত্তি না থাকায়, ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: