odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ঈদে রাজধানীর নিরাপত্তায় অক্সিলারি ফোর্স হিসেবে ৪২৬ জন নিয়োগ

odhikarpatra | প্রকাশিত: ২৮ March ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২৮ March ২০২৫ ২৩:৩৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তায় পুলিশকে সহায়তা করতে প্রথমবারের মতো বেসরকারি নিরাপত্তাকর্মীদের মধ্য থেকে ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশকে সহায়তা করার জন্য ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে ইতোমধ্যে ৪২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিভিন্ন আবাসিক এলাকা, বিপণিবিতান ও বাণিজ্যিক এলাকাগুলোতে কাজও শুরু করেছেন। নগরীর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের তারা সহযোগিতা করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: